যে বয়সে হাতে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা সে বয়সে রোদে পুড়ে চকলেট বিক্রি করে রহিম। ওর বয়স মাত্র ৯ বছর। বাংলা মটর ট্র্যাফিক সিগনালে চকলেট বিক্রি করে সে। রিক্সাচালক বাবা হঠাৎ অসুস্থ্য হয়ে পরায় বাধ্য হয়েই পথে নামতে হয়েছে তাকে। রহিম প্রায় দুবছর ধরে এ কাজ করছে। প্রতিদিন আয় হয় ৪০ থেকে ৫০ টাকা। এই টাকা দিয়ে ৫ সদস্যের সংসার চালায় সে।